ভবিষ্যতে ভালো একটি ক্যারিয়ার গড়তে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী নিয়মিত প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বলা বাহুল্য যে, নারীদের প্রাপ্তিগুলোকে সবার সামনে তুলে ধরতে এবং নারীদের প্রতি বৈষম্যভাব সম্পর্কে সবাইকে সচেতন করতে ২০১০ সালে জুড কেলি, সি বি ই প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival. এবছর ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সি সি ডি বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ– রাজশাহী চ্যাপ্টার। আয়োজনের অংশ হিসেবে থাকছে স্পিড মেন্টরিং পর্ব।
এই পর্বে বিশেষজ্ঞদের কাছ থেকে ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়া যাবে। এই আয়োজনে উপস্থিত থাকবেন বিভিন্ন পেশায় নিয়োজিত আত্মপ্রত্যয়ী নারীরা। পরামর্শ দিতে আমাদের পাশে থাকবেন সাবিহা আকতার, যিনি বর্তমানে একজন পুলিশ সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন। এছাড়াও থাকবেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় পান্না ঘোষ, সফল নারী উদ্যোক্তা নিলুফার ইয়াসমিন নীলা, ক্যারিয়ার কাউন্সিলর শাহরিনা ইয়াসমিন শর্মী এবং অ্যাডভোকেট ইসমত আরা।
ফেস্টিভ্যালটি উপভোগ করতে চলে আসুন বৃহস্পতিবার ২৮ জুলাই, ২০২২ রাজশাহী কলেজের মাঠে ।
ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইভেন্ট পেইজটি ভিজিট করুন- https://fb.me/e/233uYY38T
আয়োজনটিতে যোগদান করতে ফ্রি নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/