আমরা নারী পুরুষ সমাধিকার এর পৃথিবীতে বাস করি। তবে কেনো আজও পৃথিবীজুড়ে নারীরা বৈষম্যের শিকার? এই ভাবনা থেকেই জুড কেলি, সি বি ই, ২০১০ সালে প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival, যেখানে নারীদের প্রাপ্তিগুলোকে সবার সামনে তুলে ধরা এবং নারীদের প্রতি বৈষম্যভাব দূর করাই ছিলো মূল লক্ষ্য। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন শহরেও প্রতিবছর এই আয়োজন হয়ে থাকে।
এই বছর ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সি সি ডি বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ রাজশাহী চ্যাপ্টার।
স্থান – কলেজ মাঠ, রাজশাহী কলেজ
সময় – দুপুর ৩:০০ – সন্ধ্যা ৮:০০
তারিখ – বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২
এই আয়োজনে যোগ দিতে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/