Sunday, 8 September 2024

“নারীবাদী না নেড়িবাদী” শীর্ষক প্যানেল আলোচনা উইমেন অব দ্যা ওয়ার্ল্ড উৎসবে

“নারীবাদী না নেড়িবাদী”- আকর্ষণীয় শীর্ষের এই প্যানেল আলোচনা শুনতে চলে আসুন ওয়াও- উইমেন অব দ্যা ওয়ার্ল্ড উৎসবে! নারীজাগরণের ব্যাপারে প্রচলিত ধারণা, সমালোচনা ও বাংলাদেশে নারীবাদের পথচলা, অগ্রযাত্রা বিষয়ে উত্তেজনাকর আলাপচারিতার মাধ্যমে নারীবাদকে আবিষ্কার করুন ভিন্ন আঙ্গিকে।

এই আলোচনায় অংশগ্রহণ করবেন সুদেষ্ণা বিশ্বাস, নিধি চাকমা, তাসনুভা আহমেদ ও সাকিব বিন রশীদ এবং মডারেটর হিসেবে থাকবেন সৈয়দা সামারা মোরতাদা।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.