Wednesday, 28 August 2024

নারীরা আগলে রাখেন পরিবার, সমাজ এবং দেশ!

ফারজানা ইয়াসমিন একজন শিক্ষক , তিনি মনে করেন নারী যেমন দেখতে তেমনই সুন্দর।

আফসানা কবির প্রীতি পেশায় একজন শিক্ষক। তিনি বলেছেন, নারীরা আগলে রাখেন পরিবার,সমাজ এবং দেশকে তাই তার নিজেকে ভালোবাসাটা এবং আত্মবিশ্বাসী হওয়া জরুরী সবার আগে ।

মাশা আল আইরিন খান একজন ফ্রিলান্স্যার, তিনি তার মায়ের কাছ থেকে শিখেছেন কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়। আর এখন নিজেই একজন মা হিসেবে তিনি বুঝতে পারেন আত্মবিশ্বাসী হওয়া এবং নিজেক ভালোবাসাটা কতটা জরুরী।

এই তিনজন নারীই বিশ্বাস করেন , নারীর পথচলায় তাকে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে এবং হতে হবে আত্মবিশ্বাসী। তবেই তারা ভেঙে দিতে পারবে সকল পক্ষপাত এবং নারী নেতৃত্বের পথ সুগম হবে।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.