Sunday, 8 September 2024

‘বিয়েটা জরুরি!’ শীর্ষক আলোচনায় শানারেই দেবী শানু

নারীদের প্রাপ্তিগুলো সবার সামনে তুলে ধরতে এবং নারীদের প্রতি বৈষম্যমূলক ভাবনা সম্পর্কে সবাইকে সচেতন করতে আগামীকাল, ১৯ মে ২০২২, সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে WOW বাংলাদেশ – সিলেট চ্যাপ্টার।

“বিয়েটা জরুরি!” শীর্ষক আলোচনায় নারীদের প্রাপ্তি ও সম্ভাবনার বিভিন্ন বিষয়ে আলোচনা করতে উপস্থিত থাকবেন লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম মুকুট বিজয়ী শানারেই দেবী শানু। কবিতা, উপন্যাসের পাশাপাশি শিশুতোষ গল্পের একাধিক বই তিনি লিখেছেন।

সাথে আরও থাকছেন অতিরিক্ত পুলিশ সুপার রাখী রাণী দাস, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী পরিষদের বিভাগীয় প্রধান সৈয়দা শিরীন আক্তার এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে প্রফেসর শামীমা চৌধুরী।

মডারেটর হিসাবে থাকছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসা প্রশাসনের বিভাগীয় প্রধান ফাতেমা রশিদ সাবা। উচ্চতর লেখাপড়া বা ক্যারিয়ার নিয়ে আগ্রহী হলেও প্রবাসী পাত্র পেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয়ার যে প্রবণতা সেটার নেতিবাচক দিক সম্পর্কেই মূলত এই প্যানেলে আলোচনা করা হবে।

এই আয়োজনে যোগদান করতে এই লিংকে গিয়ে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/

CCD Bangladesh © 2024 All Rights Reserved.