Friday, 29 November 2024

শিশুরা বুঝতে পারে না কোন ধরনের স্পর্শ ভালো আর কোনটি খারাপ

অনেক সময় কোমলমতি শিশুরা বুঝতে পারে না কোন ধরনের স্পর্শ ভালো আর কোনটি খারাপ। এমনকি অনেক সময় তারা যখন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়, তারা কী করবে, কার কাছে যাবে তাও বুঝে উঠতে পারেনা। এই বিষয়ে সবাইকে সচেতন করতে এবারের WOW Festival এ শিক্ষামূলক ভিডিও পরিবেশন করবে সিসিমপুর।

সিসিমপুর, বাংলাদেশে প্রথম শিশুদের শিক্ষামূলক প্রোগ্রাম নিয়ে আসে এবং একদল হাসিখুশি পুতুলদের একত্রিত করে সঙ্গীত, শিল্প এবং নৃত্যের মাধ্যমে ছোটদের গুরুত্বপূর্ণ মূল্যবোধ শেখায়। এবার আমাদের ছোট্ট বন্ধুদের জন্য নিয়ে আসছে “অবাঞ্ছিত স্পর্শ” সম্পর্কে সিসিমপুরের ইকরি এবং সবুজ মিয়ার গল্প।

২০১০ সালে জুড কেলি, সি বি ই, প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival, পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এবার আয়োজিত হতে যাচ্ছে WOW Festival.

প্রোগ্রামটি উপভোগ করতে চোখ রাখুন ২৬ মে থেকে ২৮ মে রাত ৮টায় ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ এবং মঙ্গলদীপ ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে। ভিজিট করুন –

https://www.facebook.com/BritishCouncilBangladesh
https://www.facebook.com/mongoldeepfoundation
https://www.facebook.com/CCD.Bangladesh

CCD Bangladesh © 2024 All Rights Reserved.