আমাদের সমাজে নারীরা পোশাকের বিষয়ে স্বাধীনতা ভোগ করতে পারে না। “সব দোষ নারীর কাপড়েই?” আকর্ষণীয় শীর্ষের এই প্যানেল আলোচনা শুনতে চলে আসুন ওয়াও – উইমেন অব দ্যা ওয়ার্ল্ড উৎসবে!
এই আলোচনায় অংশগ্রহণ করবেন এ্যাডভোকেট সানাইয়া আনসারি, ইশরাত জাহান পায়েল, নাজনীন মুন্নী, জাহিদুল ইসলাম সানা এবং মডারেটর হিসেবে থাকবেন উদিসা ইসলাম।