Saturday, 8 February 2025

সব বাঁধা বিপত্তি পার হতেই হবে !

অদ্রিকা এষণা পূর্বাশা, একজন সমাজকর্মী এবং গবেষেক তিনি তার কর্মক্ষেত্রে এগিয়ে চলেছেন চারপাশের সকল ঘাত প্রতিঘাত সহ্য করে এবং সামনে আসা বাঁধা বিপত্তি পার করেই আরো শক্তিশালী হয়ে উঠছে তার নারীসত্তা।

তাসনিম নিশাত কাওসারী একজন ব্যাংকার মেয়ে হিসেবে তিনি সমাজের কাছ থেক শুনেছেন এমন অনেক কথা যা তাকে ঘরে আটকে রাখতে চেয়েছে। কিন্তু তিনি আটকে থাকেননি।

নাবিলা ইসলাম মীম, তার নিজের পরিবার থেকেই শিখেছেন সমাজের ভ্রান্ত ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবার পথ। সুমাইয়া আখতার , দুচোখ বুজে স্বপ্ন দেখেন এই সকল নারীরা এগিয়ে চলেছে আপন শক্তিতে আপন মহিমায় সকল বাঁধা তুচ্ছ করে।

চলুন আপন শক্তিতে আপন মহিমায় সকল বাঁধা তুচ্ছ করে এগিয়ে চলা এই নারীদের গল্প শুনি তাদের মুখ থেকেই।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.