সৌন্দর্যের অসুন্দর সংজ্ঞা শীর্ষক প্যানেল আলোচনায় আপনাদের আমন্ত্রণ!এই প্যানেলে আমাদের প্যানেলিস্ট বিশেষজ্ঞরা কথা বলবেন ফর্সা গায়ের রঙ কে সৌন্দর্যের মাপকাঠি হিসেবে উপস্থাপন করার যে ক্রমবর্ধমান প্রবনতা আমাদের মিডিয়ার এবং সমাজে দেখা যায় তার সামাজিক এবং ব্যাক্তিগত পর্যায়ের প্রভাব নিয়ে।
এই চিন্তা উদ্দীপক আলোচনায় প্যানেলিস্ট হিসেবে থাকবেন আজমেরী হক বাঁধন, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, এলিজাবেথ ডি কস্টা এবং শারমিন রহমান এবং মডারেট করবেন সারাহ আনজুম বারি।