Sunday, 10 August 2025

এভারেস্ট জয়ের স্বপ্ন কেড়ে নিল সড়ক দূর্ঘটনা

গান, আবৃত্তি, বইপড়া, সাইকেল দাপিয়ে বেড়ানো ভীষণ পছন্দ ছিল রেশমা নাহারের। তবে সব ছাপিয়ে রেশমা নাহারের স্বপ্ন ছিল নিজেকে পর্বতারোহী হিসেবে প্রতিষ্ঠিত করা।

এভারেস্ট জয় করার স্বপ্নে তিনি ছিলেন বিভোর। রেশমা গত বছর লাদাখের স্তোক কাংরি পর্বত জয় করেন।

এ ছাড়া আফ্রিকার কিলিমাঞ্জারো ও মাউন্ট কেনিয়া জয়ের মালা ছিল তাঁর গলায়। কিন্তু গাড়িচাপায় অকালে মৃত্যুকে বরণ করার মধ্য দিয়ে শেষ হয়ে যায় তাঁর সকল স্বপ্ন।

শুক্রবার সকালে ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকায় গাড়ি চাপায় প্রাণ হারান তিনি।
পর্বতারোহী রেশমা নাহারের অকাল মৃত্যু মনে করিয়ে দেয় শিশু কিশোরদের সড়ক ও মহাসড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার সেই দূর্বার আন্দোলন।

যে দিন শিশু কিশোরদের সেই আন্দোলন শক্ত হাতে দমন করা হয়েছে সেই দিনই আসলে শেষ হয়ে গেছে পর্বতারোহী রেশমা নাহারের মত লাখো স্বপ্নবান মানুষের স্বপ্ন।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.