Sunday, 10 August 2025

চ্যালেঞ্জ নিতে পারলেই সামনের দিকে এগিয়ে যাবে নারীরা

‘চুজ টু চ্যালেঞ্জ’ এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয়। আমরা নারীরা কিন্তু চ্যালেঞ্জ করে করেই এগিয়ে এসেছি এবং চ্যালেঞ্জ করে করেই সামনে এগিয়ে যাবো

আমাদের চ্যালেঞ্জ একসেপ্ট করার মন-মানসিকতা থাকতে হবে, নাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না।

আমাদেরকে দেখতে হবে করোনাকালীন এই সময়টাতে কিন্তু আমরা যথেষ্ট চ্যালেঞ্জ গ্রহণ করেছি।

সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছি বলেই কিন্তু আজকে আমরা চার লাখ নারী একসাথে কাজ করতে পারছি এবং সেটা এফ কমার্সে সম্ভব হয়েছে।

সেটা সব জায়গায় সম্ভব হবে যদি আমরা সেই চ্যালেঞ্জটাকে একসেপ্ট করতে পারি।

সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে, আমরা সবাই যেনো চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যায়।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.