Sunday, 10 August 2025

নারীকে নারী নয়, মানুষ হিসেবে মনে করাটাই সমঅধিকার

নিজেকে তুমি সেই চোখে দেখো যেটা তুমি নিজে হতে চাও, তুমি নিজেকে যেভাবে দেখতে চাও
সমঅধিকার মানে এটা না যে তোমাকে একটা বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। সমঅধিকার মানে হচ্ছে তোমার মানুষ হিসেবে অধিকার।

এখানে সরকারের চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা এখানেই যখন এটা টাকার ক্ষেত্রে আসে। আমাদের বেশির ভাগ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বা অন্য হিন্দু সম্প্রদায় সব জায়গায় হেরিডিটেরি যে আইনটা আছে, সেই আইনটায় দেখা যায় যে, যে পুরুষ সে তিন ভাগের দুই ভাগ পায় মুসলিম আইন অনুযায়ী আর মেয়েরা পায় তিন ভাগের এক ভাগ।

এই জায়গায় যখন অর্থের ব্যাপার চলে আসে তখন কিন্তু সমঅধিকারটা বিশালভাবে পলিসিগত জায়গা থেকে হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়।

মাননীয় প্রধানমন্ত্রী একবার একবার বলেছিলেন, একটা স্পিচ আমি শুনেছিলাম, আমরা যখন এই জায়গাটায় হিট করতে পারবো যে আমরা এই আইনটা পাল্টাতে পারবো তখনই আমরা সত্যিকার সমঅধিকার প্রতিষ্ঠা করতে পারবো।

বাড়ির কাজও ভাগ করে নিতে হয়, নিলে সংসারটা আরো সুন্দর হয়।

সারা যাকের, সহ-সভাপতি, নাগরিক নাট্য সম্প্রদায়

CCD Bangladesh © 2025 All Rights Reserved.