Thursday, 3 October 2024

WOW Festival, Khulna Chapter এ কবিতা আবৃতি করবে মনসুন লেটার্স

পৃথিবীর বিভিন্ন দেশে নারীদের প্রাপ্তিগুলোকে সবার সামনে তুলে ধরা এবং নারীরা যে বৈষম্যের স্বীকার হয় তা সবার সামনে তুলে ধরার লক্ষ্যে ২০১০ সালে জুড কেলি, সি বি ই, প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival, যার ফলশ্রুতিতে বাংলাদেশের বিভিন্ন শহরেও প্রতিবছর এই আয়োজন হয়ে থাকে।

মনসুন লেটার্স এর উপ সম্পাদক রায়সুল নয়ন এর আয়োজিত ওয়ার্কশপে খুলনার ৫ জন কবিগণ আমাদের সমাজের লিঙ্গ বৈষম্যের প্রকটতা এবং সমাজে পিতৃতন্ত্র প্রথার আগ্রাসন নিয়ে আলোচনা করেন, এবং এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়গুলো নিয়েই তারা আসন্ন WOW Festival, Khulna Chapter এ কবিতা আবৃতি করবেন।

ব্রিটিশ কাউন্সিল এর উদ্যোগে ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন এবং সি সি ডি এর সহযোগীতায় এবারের WOW Festival আয়োজিত হতে যাচ্ছে খুলনা সার্কিট হাউজ মাঠে, ১২ই মার্চ ২০২২ এ।

WOW Festival, Khulna Chapter সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন আমাদের ইভেন্ট পেইজে https://fb.me/e/1fPp5JWvu

এই আয়োজনে যোগদান করতে এখানে নিবন্ধন করুন https://bdbritish.org/WOW-Bangladesh-2022

CCD Bangladesh © 2024 All Rights Reserved.