Saturday, 9 August 2025

সিলেটের প্রথম নারী ইউটিউবার মাসুমা মোতাহ্হারা মৌরী

আমাদের সমাজে প্রতিদিনই নারীরা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছেন, যা যুগের পর যুগ ধরে চলে আসছে। বিভিন্ন দেশে চলে আশা এই সকল বৈষম্যের কথা এবং নারীদের প্রাপ্তিগুলোর কথা সবার সামনে তুলে ধরতেই ওয়াও চ্যাপ্টার এর সূত্রপাত। ২০১০ সালে জুড কেলি, সি বি ই, প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival, পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন শহরেও প্রতিবছর এই আয়োজন হয়ে থাকে।

ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সি সি ডি বাংলাদেশ এর সহযোগীতায় আগামী ১৯ মে ২০২২, সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ – সিলেট চ্যাপ্টার। এবারের আয়োজনে তাদের মুল্যবান বক্তব্য রাখার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি – ম্যারাথন চ্যাম্পিয়ন নাসরিন বেগম, সিলেটের প্রথম নারী ইউটিউবার মাসুমা মোতাহ্হারা মৌরী, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, এবং ‘নৃত্যশৈলী’-এর প্রতিষ্ঠাতা নীলাঞ্জনা যুঁই।

ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইভেন্ট পেইজটি ভিজিট করুন https://fb.me/e/1ADS83xUs

এই আয়োজনে যোগদান করতে এখানে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/
#WOWBD #WOWSouthAsia #CCDBangladesh

CCD Bangladesh © 2025 All Rights Reserved.