Wednesday, 11 September 2024

সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্সে ফাস্টক্লাস ফাস্ট সিসিডি’র প্রোগ্রাম অর্গানাইজার জাফর

সিসিডি’র প্রোগ্রাম অর্গানাইজার ও রেডিও পদ্মা ৯৯.২এফএম-এর রিপোর্টার মি: আবু জাফর রা:বি-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্সে ফাস্টক্লাস ফাস্ট হয়েছেন।

মি: জাফর সিসিডি’র অনেক সাবেক কর্মীর মত আবারও প্রমান করেছেন যে, পড়াশুনার পাশাপাশি সমান তালে কাজ করে গেলেও ফাস্টক্লাস ফাস্ট হওয়া যায়।

মি: জাফর সম্প্রতি জাগো বাংলা পত্রিকায় সাব এডিটর হিসেবে যোগদান করেছেন এবং নতুন একটি টেলিভিশন চ্যানেলে যোগদানের অপেক্ষায় রয়েছেন।

অভিনন্দন মি: জাফর। শুভকামনা রইল।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.