Saturday, 9 August 2025

অনলাইন ইভেন্টে যোগ দিন- জেনে নিন গুরুত্বপূর্ণ সব তথ্য

ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ ও উড়ন্ত কতৃর্ক বাস্তবায়নাধীন Our Shared Cultural Heritage (OSCH) শীর্ষক প্রকল্পের আওতায় Project Inception and Panel Discussion আয়োজন করা হয়েছে।

০৮ জুলাই রাত ৮:৩০ টায় ইভেন্টটি অনলাইন ফ্লাটফর্মে অনুষ্ঠিত হবে। যারা এই প্রকল্পে অংশ নেয়ার জন্য আবেদন করেছেন অথবা আবেদন করতে আগ্রহী তারা এই ইভেন্টে যোগ দিয়ে জেনে নিতে পারবেন সব গুরুত্বপূর্ণ তথ্যা।

এই ইভেন্টে অংশ নিন এবং আপনার বন্ধুদের অংশ নিতে বলুন।

তারিখ: ৮ জুলাই ২০২১ বৃহস্পিতবার রাত্রি ৮.৩০ থেকে রাত্রি ১০টা পর্যন্ত

https://us02web.zoom.us/j/89959270031

CCD Bangladesh © 2025 All Rights Reserved.