নারীদের গর্ভপাত করেন কবিরাজরা

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রধানতম ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে ভোলার চরফ্যাশন। নানা প্রাকৃতিক দূযোর্গের কারণে এখানকার মানুষের অভাব অনটন নিত্যসঙ্গি।

তাই সহসা নারীরা সন্তান নিতে চান না। কিন্তু পরিবার পরিকল্পনা পদ্ধতি এখানে সহজলভ্য না হওয়ায় অনেক নারীই অনাকাংখিত গর্ভধারণ করছেন।

সন্তান নিতে আগ্রহী না হওয়ায় বাধ্য হয়ে এসব অভাবগ্রস্থ নারী কবিরাজকে দিয়ে গর্ভপাত করান। ফলে তাদের গর্ভপাত পরবর্তী নানা জটিলতা পোহাতে হয় এবং প্রজনন স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.