প্রসূতি নারীদের বাচ্চা হওয়ার কোনো ব্যবস্থা নাই!

জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে রাজশাহীর চর মাজারদিয়াড়। খরা, নদী ভাঙ্গন, বন্যা ও জলবদ্ধতা এখানকার মানুষের জীবনকে অসহায় করে ‍তুলেছে।

সবচেয়ে বেকায়দায় আছেন এই চরের প্রসূতি নারীরা। এখানে বাচ্চা প্রসবের নাই কোনো ব্যবস্থা। ফলে তাদের অনেক ঝুঁকি নিয়ে নৌকা পাড়ি দিয়ে যেতে হয় শহরে।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.