করোনায় সবচেয়ে ক্ষতির শিকার হচ্ছেন কর্মজীবি নারীরা

যখনই কোনো প্রতিষ্ঠান অর্থনৈতিক অথবা কোনো দুর্যোগ অথবা কোনো সমস্যায় যদি পড়ে, ঠিক ওই সময় সবচেয়ে প্রথম ছাঁটাই করা হয় নারী শ্রমিকদেরকে।

এই নারী শ্রমিকদেরকেই যেমন প্রথমে ছাঁটাই করা হয়, ঠিক একই ভাবে যখন তাদেরকে আবার নিয়োগ দেয়া হচ্ছে, যখন প্রতিষ্ঠানটি একটু সফল হয়ে ওঠে, তখন নারী শ্রমিকদেরকে সবচেয়ে দেরিতে এবং শেষে তাদের নেয়া হয়।

এটা সার্বিকভাবে আমাদের দেশে যে রকম সত্য, পৃথিবী জুড়েই সত্য। এটা আমাদের চিন্তা, মানসিকতার পরিবর্তন আসতেই হবে। তারা যেন নিশ্চিতভাবে, নিরাপত্তাসহ তারা যেন কাজ করতে পারে, সমাজকে কিছু দিতে পারে, দেশকে কিছু দিতে পারে আর যে প্রতিষ্ঠানে কাজ করছে তাদেরকেও কিছু দিতে পারে।

আমরা সবাই মিলে এই ভাবেই দেখতে চাচ্ছি যে, নারীরা এই দেশেরই একটা অংশ।

খুশি কবির, বিশিষ্ট মানবাধিকার কর্মী

CCD Bangladesh © 2024 All Rights Reserved.