-এসে গেছে এসে গেছে রে।
-রাতুল, কি এসে গেছে?
-কেন তুই জানিস না, করোনা ভাইরাসের ভ্যাকসিন এসে গেছে।
-এই কথা তুমি কোথায় শুনলে রাতুল?
-আন্টি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য দেয়া হয়েছে বলে আমি জানতে পেরেছি
-শোনো রাতুল ও সুইটি, সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা মহামারির সময় অনেক গুজব এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে।
-তাহলে সঠিক তথ্য কী?
-করোনা ভাইরাসের প্রতিষেধক বা ভ্যাকসিন এখনো বাংলাদেশে দেয়া শুরু হয়নি। কাজেই এ বিষয়ে কোনো গুজব ও বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস করবে না।
-করোনার ভ্যাকসিন নিয়ে সঠিক তথ্য জানতে হলে সরাসরি কল করবে ৩৩৩ অথবা ১৬২৬৩ নম্বরে। মনে থাকবে তো?
-জ্বি আন্টি, আমরা সঠিক তথ্যটি জানবো আর করোনা ভাইরাস নিয়ে গুজব প্রতিরোধ করবো।
বাঁচতে হলে মানতে হবে
প্রচারে: ইউরোপিও ইউনিয়নের সহায়তার এ্যাওয়ার্নেস উইথ হিউম্যান একশন-আহা! প্রকল্প। বাস্তবায়নে: দ্য নেটওয়ার্ক ফর রিলিজিয়াস এন্ড ট্রেডিশনাল পিস মেকার।