Our Shared Cultural Heritage (OSCH)- প্রকল্পের আওতায় আমাদের ইতিহাস, ঐতিহ্য বা শিল্প- সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে কাজ করছে একদল তরুণ-তরুণী। ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় রাজশাহীতে প্রকল্পটি বাস্তবায়ন করছে সিসিডি বাংলাদেশ ও উড়ন্ত আর্টিস্ট কমিউনিটি। এর ধারবাহিকতায় আয়োজন করা হবে দুই দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। এতে অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারে আকর্ষণীয় পুরস্কার।
অংশগ্রহণের শর্ত:
১. ছবির বিষয় হতে হবে রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য বা শিল্প- সংস্কৃতি
২. মোবাইল ফোন ও ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবি গ্রহণ করা হবে
৩. নিজের তোলা ছবি ছাড়া অন্যের ছবি নিয়ে অংশগ্রহণ করা যাবে না
৪. আপলোডের শেষ তারিখ ২৫ জুলাই ২০২৩
৫. বাছাই করা ছবিগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাওয়া হেরিটেজ ফেস্টিভালে প্রদর্শন করা হবে
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ক্লিক করুন: https://forms.gle/pA79Ro8QgJqdyzcE7