ওয়াও বাংলাদেশ রাজশাহী চ্যাপ্টারে আলকাপ পালা গান

ওয়াও – উইমেন অফ দা ওয়ার্ল্ড এমন একটি উৎসব যা সমাজের সকল ক্ষেত্র থেকে আসা নারীদের একত্রিত করে। নারীদের প্রাপ্তিগুলোকে সবার সামনে তুলে ধরতে এবং তাদের প্রতি বৈষম্যভাব সম্পর্কে সবাইকে সচেতন করতে, ২০১০ সালে জুড কেলি, সি বি ই, প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival। ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সি সি ডি বাংলাদেশ এর সহযোগিতায় এবছর রাজশাহীতে আয়োজন করা হচ্ছে ওয়াও বাংলাদেশ –রাজশাহী চ্যাপ্টার। যেখানে আলকাপ রঙ্গরসের পরিবেশনায় থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক পরিবেশনা আলকাপ। বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বৃহত্তর রাজশাহীর বিভিন্ন অঞ্চলে আলকাপ গান অত্যন্ত জনপ্রিয়।

এছাড়াও রয়েছে লিঙ্গ বৈষম্য, পুরুষতান্ত্রিকতা এবং মানুষের মৌলিক অধিকার নিয়ে রচিত মনসুনলেটারস এর পরিবেশনায় কবিতা আবৃতি।

আর একটি আকর্ষণ থাকছে টুগেদার উই ক্যান এর পরিবেশনায়, বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে একটি মিউজিকাল পাপেট থিয়েটার “রিয়া- এ গার্ল উইথ এ হোয়াইট পিজিয়ন”

স্থান- রাজশাহী কলেজ মাঠ
তারিখ- বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২

ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইভেন্ট পেইজটি ভিজিট করুন- https://fb.me/e/233uYY38T
এই আয়োজনে যোগদান করতে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/

CCD Bangladesh © 2024 All Rights Reserved.