নারীদের প্রাপ্তিগুলোকে সবার সামনে তুলে ধরতে এবং নারীদের প্রতি বৈষম্যভাব সম্পর্কে সবাইকে সচেতন করার লক্ষ্যে WOW Festival উদযাপন করা হয়।
এবারের ওয়াও বাংলাদেশ- রংপুর চ্যাপ্টারে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট যা পরিবেশন করবেন এসময়ের জনপ্রিয় গায়িকা আসিয়া ইসলাম দোলা। সুরের দোলায় আনন্দ ছড়াতে আসছেন দোলা বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর। সুরেলা এবং উৎসবমুখর এই কন্সার্টটির অংশ হতে চাইলে আপনিও চলে আসুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে!
ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইভেন্ট পেইজটি ভিজিট করুন- https://fb.me/e/4DXtIOni7
এই আয়োজনে যোগদান করতে এখানে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/